শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সহযোগিতার মাধ্যমেই শান্তি ও সমৃদ্ধি সম্ভব: চীন-সেলাক সম্মেলনে প্রেসিডেন্ট সি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৪, ১৫ মে ২০২৫

আপডেট: ২৩:১৬, ১৫ মে ২০২৫

Google News
সহযোগিতার মাধ্যমেই শান্তি ও সমৃদ্ধি সম্ভব: চীন-সেলাক সম্মেলনে প্রেসিডেন্ট সি

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, ‘অভূতপূর্ব পরিবর্তনের এই শতাব্দীতে বৈশ্বিক ঝুঁকি ও সংকটে দেশগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই  পরিস্থিতিতে একমাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষা করা সম্ভব।’

মঙ্গলবার বেইজিংয়ে চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রসমূহের সংগঠন সেলাক ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, ‘শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধে কারও বিজয় নেই। বলপ্রয়োগ ও আধিপত্য বিস্তারের চেষ্টায় বিশ্বে শুধু একঘরে হয়ে পড়ার ঝুঁকি বাড়ে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্ব বাস্তবতাকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত বা জোরজবরদস্তি করে কোনো দেশই টিকে থাকতে পারবে না। এর বদলে প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সহাবস্থানের ভিত্তিতে সহযোগিতা।’

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সি চিনপিং বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন।

চীন-সেলাক সম্মেলন লাতিন আমেরিকা ও চীনের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের