
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢোকার পর আটক হওয়া ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য পূর্ণম কুমারকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এনজিডিভি জানিয়েছে, পূর্ণম যখন পাকিস্তানে প্রবেশ করেন, তখন তিনি ইউনিফর্ম পরা ছিলেন এবং তার রাইফেলটিও বহন করছিলেন। আটারির চেকপোস্ট দিয়ে আজ তাকে হস্তান্তর করা হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, ২৩ এপ্রিল থেকে ওই জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন। তাকে অমৃতসরের জয়েন্ট চেক পোস্ট আটারি দিয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরটি শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হওয়ার একদিন পর পাঞ্জাবের ফিরোজপুরে নিযুক্ত ৪০ বছর বয়সী বিএসএফ সদস্য 'অসাবধানতাবশত' সীমান্ত অতিক্রম করেন। পরবর্তীতে এই হামলার ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং তার ভারতে ফেরা বিলম্বিত হয়।
কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ ভারত-পাকিস্তান সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের। টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যদের ভুল করে সীমান্ত অতিক্রম করার ঘটনাগুলো খুব সাধারণ বিষয়। পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করা হয়।