বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

৩১ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

৩১ চৈত্র ১৪৩২

Radio Today News

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৩, ১৪ মে ২০২৫

Google News
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়। 

শাহবাগ মোড় অবরোধের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

নার্সিং শিক্ষার্থীরা জানান, আজ সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন তাঁরা। সেখানে এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। বেঁধে দেওয়া সময়ে কোনো আশ্বাস না পাওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেন।

ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল হান্নান সংবাদ মাধ্যমকে বলেন, শাহবাগ ক্রসিং এবং কাকরাইল মসজিদের সামনের ক্রসিং পুরোপুরি বন্ধ। এই দুটি ক্রসিং ব্যবহার করা গাড়িগুলোকে বিকল্প পথে যেতে হচ্ছে। ফলে শাহবাগ ও কাকরাইলের আশপাশের এলাকায় গাড়ির চাপ অনেক বেশি। এমন পরিস্থিতিতে কাকরাইল ও শাহবাগের আশপাশ এলাকায় যানজট তৈরি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন