বুধবার,

১৪ মে ২০২৫,

৩১ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৪ মে ২০২৫,

৩১ বৈশাখ ১৪৩২

Radio Today News

ব্যাংককে মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ১৪ মে ২০২৫

Google News
ব্যাংককে মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার

ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৪ মে) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।  

ডা. জাহিদ বলেন, ‘স্থানীয় সময় বিকাল সোয়া চারটায় বিএনপি মহাসচিবের অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ বাম চোখের অপারেশন হয়েছে। উনি (মহাসচিব) এখন স্টেবেল আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। উনাকে কেবিনে রাখা হয়েছে। কেবিনে মহাসচিবের পাশে ভাবি (মহাসচিবের সহধর্মিনী স্ত্রী রাহাত আরা বেগম)-সহ কয়েকজন নিকট আত্মীয় রয়েছেন।

অধ্যাপক জাহিদ আরও বলেন, ‘মহাসচিবকে হাসপাতালে কয়েকদিন থাকতে হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই মহাসচিব দেশে ফিরবেন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের