বুধবার,

১৪ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৪ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভারতের ‘পুশইন’এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান: চরমোনাই পীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৯, ১৩ মে ২০২৫

Google News
ভারতের ‘পুশইন’এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান: চরমোনাই পীর

চরমোনাইয়ের পীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের স্বার্থে কোন কাজ করে নাই। তাদের করা প্রত্যেকটা বৈদেশিক চুক্তি ও বিনিয়োগ চুক্তির পেছনে ছিলো ব্যক্তিগত স্বার্থ। সরকারকে ভারতের ‘পুশইন’ এর  বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বার জানিয়েছেন পীর সাহেব চরমোনাই।

মঙ্গলবার (১৩ মে) রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে তিনি এই আহ্বান জানান।

চরমোনাইয়ের পীর বলেন, পতিত সরকারের শুরু করা কোন চুক্তিই বাস্তবায়ন করা ঠিক হবে না।  চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল অপারেশনের কাজ ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেয়ার যে উদ্যোগ পতিত সরকার নিয়েছিলো তা বাতিল করতে হবে। একই সাথে চট্রগ্রাম বন্দরের মতো ভূরাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনায় বিদেশিদের অর্ন্তভুক্ত করা সমীচিন হবে না। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা বাদ দিয়ে দেশীয় সংস্থাগুলোকে দক্ষ ও যোগ্য করে তোলার প্রতি নজর দিন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত করে যাচ্ছে। এখন তারা বছরের পর বছর ধরে ভারতে থাকা মানুষদের ধরে ধরে ‘পুশইন’ এর মতো অমানবিক ও কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ শুরু করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এর শক্ত প্রতিবাদ হতে হবে। এবং এই পুশইন বন্ধ করতে হবে। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আপনারা অভ্যুত্থানের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ফলে ভারতের দেশ বিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় যা করার তাই করুন। জনতা আপনাদের সাথে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবেই তাদের নিষিদ্ধ করতে হবে। এবং ভবিষ্যতে দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষেই নির্বাচন আয়োজন করতে হবে। 

সমাবেশে বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নাবী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজ সেবক হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সমাবেশে  উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মহানগর সভাপতি এইচ.এম আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি নয়ন ইসলাম, মহানগর সভাপতি হাসিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি আবুল বাশার, মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের