
পরাজিত ফ্যাসিস্টরা বসে না থেকে গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় নেতাকর্মীদের জুলাই শহীদদের স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জোনায়েদ সাকি আরও বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। মবের সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এ ক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই।
রেডিওটুডে নিউজ/আনাম