বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৬০টি জেট কিনবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ১৫ মে ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৬০টি জেট কিনবে কাতার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৬০টি জেট কিনবে কাতার। মার্কিন কোম্পানি বোয়িং থেকে কাতার এয়ারওয়েজের জন্য এসব জেট কেনা হবে। বুধবার কাতার সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

এর আগে সৌদি আরব থেকে উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে গিয়ে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের জেট বহর ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানকে গার্ড দিয়ে নিয়ে আসে। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান কাতারের আমির। পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

বিমান উপহার বিতর্কে যুক্তি দিলেন ট্রাম্প

কাতারের কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বিমান গ্রহণ করার বিষয়ে বেশকিছু যুক্তি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘এখন কিছু লোক বলছে, দেশের জন্য উপহার গ্রহণ তোমার উচিত নয়। আমার কথা হলো, কেন আমি উপহার নেব না? আমরা অন্যদের দিচ্ছি। কেন আমি উপহার গ্রহণ করব না?’ ট্রাম্প বলেন, তিনি মনে করেন, বোয়িং-এর বিমান তৈরির কাজ শেষ করতে ‘কয়েক বছর সময় লাগবে’। তিনি বলেন, ‘যখন তারা কাজটি শেষ করবে তখন এটি চমৎকার হবে। কিন্তু সেটা দীর্ঘ সময়ের ব্যাপার’। ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ‘বিশ্বকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র অঘোষিতভাবে বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ ব্যয় করে বলে’ ঐ উপহারটি অফার করা হয়েছে কি-না? জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বের ঐ অঞ্চলটির নিরাপত্তা দিচ্ছি অনেক বছর ধরে।’

ট্রাম্প বলেন, ‘কাতারের বিমান আমাদের সহায়তা করবে, কারণ ৪০ বছরের পুরোনো বিমানের জায়গায় নতুন একটি বিমান আসবে’। এর আগে রবিবার মার্কিন সংবাদমাধ্যম জানায়, ট্রাম্প প্রশাসন কাতারি রাজপরিবারের কাছ থেকে একটি বোয়িং জাম্বো জেট বিমান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিমানটির ভেতরে কিছু পরিবর্তন আনার পর অস্থায়ীভাবে এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হবে বলেও এসব খবরে জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘প্রতিরক্ষা বিভাগ ৪০ বছরের পুরোনো এয়ার ফোর্স ওয়ানকে সাময়িকভাবে প্রতিস্থাপনের জন্য বিনা মূল্যে একটি ৭৪৭ বিমান উপহার পাচ্ছে, একটি অত্যন্ত প্রকাশ্য এবং স্বচ্ছ লেনদেন।’ সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘এটি কাতারের দিক থেকে একটি চমৎকার পদক্ষেপ, আমি এটির অনেক প্রশংসা করি। আমি কখনোই এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করব না।’ এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, এয়ার ফোর্স ওয়ানের জন্য নতুন দুটি জেট বিমান পেতে বোয়িং দেরি করায় তিনি খুশি নন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের