বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

মানুষ চায় যেন বারবার বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে: আলী রীয়াজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৮, ১৫ মে ২০২৫

আপডেট: ১৪:১০, ১৫ মে ২০২৫

Google News
মানুষ চায় যেন বারবার বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে: আলী রীয়াজ

রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়, এটি জনগণের অধিকারের বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়ে, দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। চেষ্টা চলছে একটি জাতীয় সনদের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগ এক অর্থে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, ধারণ করা এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার পূরণ ঘটেছে, তার সুনির্দিষ্ট রূপ দেয়া বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। মানুষ চায় যেন বারবার বাংলাদেশে এমন ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

এসময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলোতে নিরসন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন,জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সদন তৈরির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের