
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৫ মে) মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। মেয়র পদ শূন্য থাকায় নানা ভোগান্তির কথাও জানান তারা। এসময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বিক্ষোভকারীরা।
একইসাথে শনিবার সকাল ১০টা থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে হাজারও মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে এসে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণের বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় স্বাভাবিক নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল না করার পরেও শুধুমাত্র সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পারছে না বিএনপি নেতা ইশরাক।
রেডিওটুডে নিউজ/আনাম