রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

অবৈধ নির্বাচনকে আমরা বৈধতা দেইনি, আদালত দিয়েছেন: ইশরাক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ১৭ মে ২০২৫

Google News
অবৈধ নির্বাচনকে আমরা বৈধতা দেইনি, আদালত দিয়েছেন: ইশরাক 

অবৈধ নির্বাচনকে বৈধতা আমরা দেইনি। এটা বিচারক প্রক্রিয়ার মাধ্যমে আদালত দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ট্রাইবুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমসি করা হচ্ছে। এটিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।’

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ আইনি পদক্ষেপ নিয়েই গেজেট প্রকাশ করেছে। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখন পর্যন্ত শপথ গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়নি। যেটা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের এখতিয়ারে পড়ে।’

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠির উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি মেয়র হিসেবে নির্বাচিত হলে এবং তার নাম সরকারি গেজেটে প্রকাশিত হলে, ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।’

তিনি বলেন, ‘আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে আমাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করেন।’

তাকে মেয়র পদে শপথগ্রহণের দাবিতে রাজপথে আন্দোলনের বিষয়ে ইশরাক বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে কাউকে আন্দোলন করতে বলেননি। দলীয়ভাবে কোনো কর্মসূচিও দেওয়া হয়নি। জনগণ স্বত:স্ফূর্তভাবে আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে।’

তিনি বলেন, ‘বলা হচ্ছে- আমরা নাকি অবৈধ নির্বাচনকে (ডিএসসিসি) বৈধতা দেওয়ার চেষ্টা করছি। আমি ঘৃণাভরে এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আমরা যথাসময়ে এই বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। ১৮০ দিনের মধ্যে এই আপিল করলেও অবৈধভাবে নির্বাচিত মেয়র তাপস সাহেব প্রভাব খাটিয়ে এ বিষয়ে আদালতকে কিছু করতে দেননি। আর তখন আদালতও ছিল ফ্যাসিবাদী সরকারের দখলে।’

বিএনপির এই নেতা বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে নানাধরনের কালক্ষেপণ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের মনোভাবে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠভাবে হবে কী-না, সে বিষয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের