বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

৩১ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

৩১ চৈত্র ১৪৩২

Radio Today News

আইপিএলের মাঝপথে ৬ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৭, ১৪ মে ২০২৫

Google News
আইপিএলের মাঝপথে ৬ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলের এবারের আসরে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে ভারত-পাকিস্তান উত্তেজনায় এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর দল পেয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন তিনি।

আজ বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায় দিল্লি কর্তৃপক্ষ।

এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি জানায়, দুই বছর পর ফিরলেন মোস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেসার-ম্যাকগার্কের বদলি হিসেবে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন তিনি।

এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থার মধ্যে ৯ মে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় আইপিএল। পরে দুই দেশ যুদ্ধবিরতিতে গেলে ফের ঘোষণা আসে আইপিএল শুরুর। আগামী ১৭ মে থেকে পুনরায় টুর্নামেন্টটি শুরু হবে।

আইপিএল ফের মাঠে গড়ালেও দেশে ফিরে যাওয়া অনেক বিদেশি আর ভারতে ফিরবেন না। যে কারণে নতুন করে অনেক ক্রিকেটার সুযোগ পাবেন বাকি সময়টুকুতে। 

টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ১১ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির হাতে আছে আর তিনটি ম্যাচ। এর মধ্যে দুটি জিতলেই, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে পারলেই প্লে-অফ প্রায় নিশ্চিত তাদের।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের