
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকার এর আগে অনেক বার শিরোনামে জায়গা করে নিয়েছেন। তখন অবশ্য কাজ নিয়েই আলোচনায় ছিলেন তারা। তবে মাঝে দু’জনার প্রেমের সম্পর্কের গুঞ্জনও উঠেছিল। আর সম্প্রতি জানা যায়, অভিনেত্রীর সঙ্গে ৭ মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা। পরে বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে ‘প্রাক্তন’কে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে।
এ অভিনেত্রীর মন্তব্যের কারণে নেটিজেনরা মনে করতে থাকেন, শামীম হাসান সরকারের দিকেই তীর ছুড়েছেন অহনা। ফলে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন অভিনেতা। এ জন্য সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গে উঠতেই তিনি জানান, প্রাক্তন বলতে অহনা যার কথা বুঝিয়েছেন, সেই ব্যক্তি তিনি (শামীম হাসান সরকার) নন।
এ অভিনেতা বলেন, অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন, তিনি হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনও তার (মেহেদী) এর সঙ্গে রিলেশন ছিল। এ কারণেই ওর (অহনা রহমান) সঙ্গে সম্পর্ক টিকেনি আমার।
এদিকে শামীম হাসান সরকারের এ মন্তব্যের পর বিষয়টি দৃষ্টি কাড়ে অভিনেত্রী অহনার। ফলে বুধবার (৭ মে) দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কী এমন অপবাদ দিয়েছেন?’
এর আগে এ অভিনেতার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকি দেয়ার মতো গুরুতর অভিযোগ তুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। তার দাবি, শুটিং সেটে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শামীম হাসান সরকার। তার গায়েও নাকি হাত তুলতেন। মাদক গ্রহণ করে বাজে আচরণ করতেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।
প্রিয়াঙ্কার এমন অভিযোগের পরই পাল্টা একটি সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। এতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।