
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশের আগামী জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রণয়নে উচ্চ মান বজায় রাখতে গণতান্ত্রিক, আইনসম্মত ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্প্রতি পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত নির্দেশনায় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট সি একইসঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও।
তিনি বলেন, ২০তম সিপিসি জাতীয় কংগ্রেসে নির্ধারিত কৌশলগত উদ্যোগগুলো বাস্তবায়ন এবং চীনা আধুনিকায়নকে এগিয়ে নিতে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সি জোর দিয়ে বলেন, শীর্ষ পর্যায়ের নকশা ও নীতিগত কাঠামোর সঙ্গে জনগণের মতামত গ্রহণ, গবেষণা ও আলোচনার গভীরতা বৃদ্ধি এবং সর্বস্তরে মতৈক্য গড়ে তোলা প্রয়োজন।
রেডিওটুডে নিউজ/আনাম