মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ২০ মে ২০২৫

Google News
আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রদান বিষয়ে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মেয়র পদপ্রত্যাশী ইশরাক হোসেন।

আজ (২০ মে) মঙ্গলবার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, “সরকার একটি সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। কোনো বড় সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় এবং এখানে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে, তাই আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোন লাভজনক কাজ নয়। আদালতের চলমান শুনানির পরিপ্রেক্ষিতে, সেই মামলার বিষয়ে মন্তব্য করা এখনো সময়সাপেক্ষ হবে। শুনানির রায় বা নির্দেশনা আসার পর বিষয়টি স্পষ্ট হবে।”

তিনি আরও বলেন, “বিগত আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং আদালত বিভাগকে কোনো নির্দেশনা দেয়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে গাণিতিক ও আইনি জটিলতা রয়েছে, যা সমাধানের জন্য আমরা আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়েছি। আমরা জানতে পেরেছি, এ সংক্রান্ত একটি পিটিশন দায়ের করা হয়েছে এবং লিগ্যাল নোটিশও প্রাপ্ত হয়েছে। আজ সেই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের