মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ বুধবার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২০ মে ২০২৫

Google News
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ বুধবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ নিয়ে আদেশ বুধবার।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেন। দুপুর ২টায় একই বেঞ্চ পুনরায় শুনানির জন্য বিকেলটা নির্ধারণ করেন। ওই সময় আদালত বলেন, এ মামলার গুরুত্ব বিবেচনায় বিকেল ৪টা ১০ মিনিট থেকে পুনরায় শুরু হবে। যত সময় লাগবে আমরা শুনবো।
 
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।

গত ১৪ মে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মামুনুর রশিদ। রিটে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও চাওয়া হয়। এর আগে ২৭ মার্চ ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এ নিয়ে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ হয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের