মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

উপদেষ্টাদের জন্য ব্যক্তিগত ব্যবহারের ২৫ গাড়ি কেনার প্রস্তাব নাকচ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩২, ২০ মে ২০২৫

Google News
উপদেষ্টাদের জন্য ব্যক্তিগত ব্যবহারের ২৫ গাড়ি কেনার প্রস্তাব নাকচ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (২০ মে) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে,  বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি।

আজকের বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থানের জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে দুটি প্রস্তাব উপস্থাপন হয়। একটি অনুমোদন এবং গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে  অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিউ

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়নি আজকের বৈঠকে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের