বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

যেভাবে এনবিআর ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৮, ২০ মে ২০২৫

Google News
যেভাবে এনবিআর ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভুল বোঝাবুঝি দূর হয়েছে, 'জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেভাবে দুই ভাগ করা হয়েছে সেরকমই থাকবে। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। 

এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এ নিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেবে। 

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। 

গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। 

এই অভিযোগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের