বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সম্পূর্ণ রূপে ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪২, ২০ মে ২০২৫

Google News
সম্পূর্ণ রূপে ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

রাঙামাটি শহরের জেলা সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। পাঁচ দিনের চেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্যটি সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করে ফ্যাসিবাবিরোধী ছাত্র-জনতার সমন্বয়ক ইমাম হোসেন ইমু জানান, চার থেকে পাঁচ দিন ধরে চেষ্টা চালানোর পর ভাস্কর্যটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা সম্ভব হয়েছে। 

গত ১৩ মে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে রাঙামাটিতে এক বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে। তা না হলে শুক্রবার থেকে ছাত্র-জনতা নিজেরাই বঙ্গবন্ধুর ভার্স্কয ভাঙবে বলে আলটিমেটাম দেওয়া হয়। 

গত শুক্রবার বিকেল থেকে ১০-১৫ জনের শ্রমিক দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ভাস্কর্যটি ভেঙে ফেলতে অসুবিধায় পড়েন স্থানীয় শ্রমিকরা। পরে চট্টগ্রাম থেকে হ্যামার এক্সক্যাভেটর নিয়ে আসার পর ভাস্কর্যটি পুরোপুরি ভাঙার কাজ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৩১ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের দাঁড়ানো ভাস্কর্যটি বিকট শব্দে নিচে পড়ে যায়। ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে শত শত মানুষ সেখানে জড়ো হন। অনেকেই মোবাইল ফোনে ভাস্কর্য ভেঙে ফেলার দৃশ্য ভিডিও ধারণ করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে নির্বাচন কার্যালয় সামনে ও সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়। 

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাওয়া হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে কিনা তিনি জানেন না। আজকে (মঙ্গলবার) ওই এলাকায় (ভাস্কর্যস্থল) তিনি যাননি। 

একই ভাষ্য রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ উদ্দীনের। তিনি জানান, ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে কিনা এ বিষয়ে তাঁর জানা নেই। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের