বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ঈদের আগেই হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২০, ২০ মে ২০২৫

Google News
ঈদের আগেই হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঈদের আগেই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

মঙ্গলবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামীম এ তথ্য জানান।

এর আগে গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো মুহূর্তে দাখিল হতে পারে।

তিনি আরও বলেন, 'তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এসব অপরাধ রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ ও পুলিশ বাহিনীসহ সকলকে নির্দেশ দিয়েছিলেন। তারা এই পরিকল্পনা সাজানো থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করেছে।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের