মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সেনাবাহিনীর অভিযানে ২৮টি গোলাবারুদ উদ্ধার,১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩০, ২০ মে ২০২৫

আপডেট: ১০:৩১, ২০ মে ২০২৫

Google News
সেনাবাহিনীর অভিযানে ২৮টি গোলাবারুদ উদ্ধার,১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার

সেনাবাহিনীর অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে ৪টি অস্ত্র, ২৮টি গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ১০ জন ‘হিটলু বাবু গ্যাং’র সদস্য বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২০ মে) ভোরে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার টহল দলের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের