শনিবার,

১৭ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার,

১৭ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সাম্য হত্যা: প্রধান আসামি ধরতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ মে ২০২৫

Google News
সাম্য হত্যা: প্রধান আসামি ধরতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার মূল আসামিকে ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না গেলে রোববার (১৮ মে) থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) পূর্ব ঘোষণা অনযায়ী টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন ঢাবির শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ থানা অভিমুখে যাত্রা করেন। এসময় থানা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে বন্ধু-সহপাঠী সাম্যের হত্যার বিচারের দাবি জানান।

তারা শাহবাগ থানায় এডিসি মির আসাদুজ্জামানের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম তুলে ধরেন। 

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ১৪ মে সকালে নিহতের ভাই শরীফুল আলম বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের