
মেক্সিকোয় টিকটকে লাইভ করার সময় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ভ্যালেরিয়া মার্কুইজ। গত মঙ্গলবার দেশটির জাপোপান শহরের একটি বিউটি পারলারে এ ঘটনা ঘটে।
মেক্সিকোর জালিস্কো রাজ্যের সরকারি কৌঁসুলির এক বিবৃতিতে বলা হয়েছে, জাপোপান শহরের ওই বিউটি পারলারে চাকরি করতেন ভ্যালেরিয়া। মঙ্গলবার এক ব্যক্তি পারলারে ঢুকে হঠাৎ করে তার ওপর গুলি চালান। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম বিবৃতিতে প্রকাশ করা হয়নি।
গুলি করে হত্যার কয়েক মুহূর্ত আগে ভ্যালেরিয়াকে পারলারের ভেতরে বসে টিকটকে লাইভ করতে দেখা যায়। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘তারা আসছেন।’ তখন পেছন থেকে একজন বলে ওঠেন, ‘এই যে, ভেল।’ জবাবে ভ্যালেরিয়া বলেন, ‘হ্যাঁ।’ এর পরপরই লাইভের শব্দ বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে ভ্যালেরিয়াকে গুলি করে হত্যা করা হয়। সূত্র: বিবিসি
রেডিওটুডে নিউজ/আনাম