
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লব ঘিরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় কেউ জড়িত থাকলে তথ্যপ্রমাণ ইমেইলে দেয়ার আহ্বান করেছে তদন্ত কমিটি।
শুক্রবার (১৬ মে) ঢাবি ক্যাম্পাসে জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব ও প্রক্টর সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ক্যাম্পাসে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়। এটি গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এতে আরও বলা হয়, পরবর্তীকালে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত কমিটি প্রথম সভায় ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার বিষয়ে কারও জানা থাকলে ওই ঘটনার তথ্যপ্রমাণ ইমেইল: [email protected], অথবা ঢাবি প্রক্টর বরাবর আগামী ১৫ জুন পর্যন্ত লিখিত অভিযোগ জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
তথ্যপ্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম