শনিবার,

১৭ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার,

১৭ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

পিকনিকের ট্রলার ডুবে যুবক নিখোঁজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৪, ১৭ মে ২০২৫

Google News
পিকনিকের ট্রলার ডুবে যুবক নিখোঁজ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটি ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। 

শুরু হয় চিৎকার চেঁচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী নামে এক যুবক। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ জানান, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের