শুক্রবার,

১৬ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

এবার মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪২, ১৬ মে ২০২৫

Google News
এবার মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার হওয়ার আগে দীর্ঘ তিন মাস আত্মগোপনে ছিলেন মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের বাড়িতে। এরপর গোপনে ঢাকায় এসে এক বান্ধবীর নামে ভাড়া নেওয়া বাসায় আশ্রয় নেন তিনি।

মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে চাইলে তার তৃতীয় স্বামী ডা. এসএম মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে, তিন বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তিনি আরও জানান, কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন। তবে রমজানের আত্মীয় সানোয়ার হোসেন এই দাবি অস্বীকার করেছেন।

ডা. মঈন আরও বলেন, মমতাজের নামে মহাখালীর ডিওএইচএস এলাকায় পাঁচতলা একটি বাড়ি রয়েছে, যা বর্তমানে তার পিএস জুয়েলের দখলে। তবে এ বিষয়ে জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

মমতাজ বেগম বর্তমানে পুলিশের চার দিনের রিমান্ডে রয়েছেন। তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির ভাড়া বাসা থেকে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, তিনি দুই মাস আগে থানায় যোগ দিয়েছেন। মমতাজের আত্মগোপনের বিষয়ে তিনি কিছুই জানেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের