বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ মে ২০২৫

Google News
উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার আসার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়েছে গেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর একটা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। পরে ফ্লাইটটি দুপুর দুইটা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছিলেন। পরে ভালোভাবেই ফ্লাইটটি অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের