মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ইশরাককে বুধবারের মধ্যে দায়িত্ব না দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৭, ২০ মে ২০২৫

Google News
ইশরাককে বুধবারের মধ্যে দায়িত্ব না দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আগামীকাল বুধবারের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা।

মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের নগর ভবনের সামনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, বুধবারের (২১ মে) মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়া হবে। এছাড়া, আগামীকাল সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সকাল ১০টা থেকে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান গেটের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে গান বাজনারও আয়োজন করেন তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের