রোববার,

১৮ মে ২০২৫,

৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

১৮ মে ২০২৫,

৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৮ জনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ মে ২০২৫

আপডেট: ০৯:৩৬, ১৮ মে ২০২৫

Google News
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৮ জনের

বাংলাদেশ থেকে চলতি বছরের হজ পালনে সৌদি আরব গেছেন ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী। রোববার (১৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। হজ সংশ্লিষ্ট সরকারি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪ হাজার ৫২০ জন। হজ মৌসুমে এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৪০টি ভিসা ইস্যু হয়েছে বলে জানানো হয়।

হজ ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬২টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট।

হজযাত্রার এ পর্যায়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে মারা গেছেন মোট ৮ জন হজযাত্রী।

তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী। তারা হলেন- জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দিন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২) এবং গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০)।

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট দিয়ে, যা ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে ১০ জুলাই।

সরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী। হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জুন, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারিত হবে। এবারের হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের