
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। তাবে আজ আদেশ দেননি আদালত। আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে এ রিটের ওপর মঙ্গলবার (২০) দুপুর একটায় শুনানি শুরু হয়। দুই ঘণ্টা চলার পর তা মুলতবি করা হয়। এরপর বিকেল চারটা থেকে প্রায় সোয়া পাঁচটা পর্যন্ত আবারও শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার সাড়ে ১২টার সময় ফের শুনানি ও আদেশের জন্য নির্ধারণ করা ছিল। সেটি পিছিয়ে বৃহস্পতিবার রিটের আদেশ জন্য দিন ধার্য করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম