বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা,৬ সেনা নিহত ও আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২১ মে ২০২৫

Google News
ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা,৬ সেনা নিহত ও আহত ১০

ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় ছয়জন সেনা নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। এ ঘটনায় ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কোর দাবি, ২০ জন প্রশিক্ষকসহ ৭০ জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে এতে।

রাশিয়া একটি ফুটেজও প্রকাশ করেছে, ফুটেজে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে, একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোও এতে সহযোগিতা করছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের