শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউনেস্কোর পুরস্কার পাননি ড. ইউনূস, করেছেন প্রতারণা: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৮, ২৭ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৪৬, ২৭ মার্চ ২০২৪

Google News
ইউনেস্কোর পুরস্কার পাননি ড. ইউনূস, করেছেন প্রতারণা: শিক্ষামন্ত্রী

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ইউনেস্কোর পুরস্কার পাওয়া নিয়ে মিথ্যাচারের মাধ্যমে প্রতারণা করছে ইউনূস সেন্টার। আর মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি দুঃখজনক যে, ড. ইউনূস ইউনেস্কোর নাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং প্রতারণা করছেন। এখনও ইউনূস সেন্টারের ওয়েবসাইটে ইউনেস্কো প্রদত্ত পুরস্কার বলে প্রচারণা চালানো হচ্ছে। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ধরনের কোন পুরস্কার তাকে দেয় হয়নি।

তিনি আরও বলেন, ইউনেস্কোকে অবহিত করা হবে যে, ড. ইউনূস প্রতারণা করছেন। সেইসঙ্গে তিনি বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের