খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে : আমানউল্লাহ আমান

সোমবার,

০১ ডিসেম্বর ২০২৫,

১৭ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০১ ডিসেম্বর ২০২৫,

১৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে : আমানউল্লাহ আমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১০, ১ ডিসেম্বর ২০২৫

Google News
খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে : আমানউল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে। আর তিনি কাঁদলে গণতন্ত্রকামী মানুষও কাঁদে। বেগম জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি।’

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অমানউল্লাহ আমান বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন; তিনি সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তার আপসহীন ভূমিকা অনন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অভিজ্ঞ নেতৃত্ব আজও প্রয়োজন।’

নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন