শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

পেঁয়াজের দাম কমলেও নেই ক্রেতা

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ অক্টোবর ২০২১

Google News
পেঁয়াজের দাম কমলেও নেই ক্রেতা

ছবি: রেডিও টুডে

এক সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজগুলো প্রকারভেদে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকায় আজ দাম কমে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়।

যদিও দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে, তবে ৩০ টাকার মধ্যে কেজি প্রতি পেঁয়াজের দাম থাকলে ভাল হতো বলে মন্তব্য করেন ক্রেতারা।

হিলি পাইকারী বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত গরম এবং বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পেঁয়াজ। ক্রেতা না থাকায় বিপাকে পরতে হয়েছে তাদের।

এদিকে পূজার ছুটির কারনে আমদানি বন্ধ থাকায় অন্যান্য বার পেঁয়াজের দাম বাড়লেও এবার তা উল্টো।

হিলি কাস্টমসের তথ্য মতে, গেল ১০ অক্টোবর স্থলবন্দর বন্ধের দিনে এই বন্দর দিয়ে ৪২ ট্রাকে ১ হাজার ১৩২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের