শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের কারণ জানালো বিটিআরসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০১, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫১, ১৫ অক্টোবর ২০২১

Google News
মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের কারণ জানালো বিটিআরসি

প্রতীকী ছবি

কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শুক্রবার (১৫ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন অপারেটরের গ্রাহকরা জানিয়েছেন, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে মোবাইলে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না দেশের কয়েকটি জেলায় ব্যবহারকারীরা।

অপারেটর সূত্রে জানা গেছে, ছয় জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। গত বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের