শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

কিশোর-কিশোরীদের নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ১৫ অক্টোবর ২০২১

Google News
কিশোর-কিশোরীদের নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

ফাইল ছবি

কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রামকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম।

সম্প্রতি ফেসবুকের নানা বিষয়ে কিশোর-কিশোরীদের ক্ষতিগ্রস্ত করছে- এমন বিষয় সামনে আসার পরই ইনস্টাগ্রাম নতুন এই ফিচার সামনে এনেছে।

‘টেক এ ব্রেক’ নামক নতুন এই ফিচারটি কিশোর-কিশোরীদের ক্ষতিকর বিষয়বস্তু থেকে দূরে রাখতে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ।

এক সাক্ষাতকারে ক্লেগ বলেন, আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্মে ক্ষতিকারক সামগ্রী অপসারণের মাধ্যেম শিশুদের কাছে এক নিরাপদ প্ল্যাটফর্ম হিসাবে ইন্সটাগ্রামকে তুলে ধরব। নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সম্প্রতি ক্ষতিকারক কনটেন্টের বিষয়ে ইনস্টাগ্রামের বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে কিছু নীতিমালার পরিবর্তন করা হয়। এতে ১৩ বছরের কম বাচ্চাদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর বিধিনিষেধ জারি করা হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের