শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

একজোড়া নতুন শক্তিশালী চিপের ঘোষণা অ্যাপলের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৯, ২০ অক্টোবর ২০২১

Google News
একজোড়া নতুন শক্তিশালী চিপের ঘোষণা অ্যাপলের

ছবি: অ্যাপলের ওয়েবসাইট থেকে নেয়া

এম-১ প্রো ও এম-১ ম্যাক্স নামে দুটি নতুন শক্তিশালী চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

সোমবার (১৮ অক্টোবর) অ্যাপল এক অফিশিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয় 'এম-১' চিপের ট্রান্সফর্মাল আর্কিটাকচারের পরিবর্ধনে তৈরি 'এম-১ প্রো' চিপটি তার শক্তির মাধ্যমে এই শিল্পে অভাবনীয় সাফল্য দেখাবে। আর এম-১ ম্যাক্স চিপের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অ্যাপলের দাবি এই চিপ দুটো এম-১ থেকে ৭০ গুণ দ্রুত সিপিও পারফর্মেন্স দেখাতে সক্ষম। আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট  (জিপিইউ) এর দিক থেকে এম-১ প্রো, এম-১ থেকে দ্বিগুন এবং এম-১ ম্যাক্স চারগুণ দ্রুততর। ফলে এটি পেশাদার গ্রাফিক্স ডিজাইনাদের সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারবে। 

এম-১ প্রো ও ম্যাক্স প্রথমবারের মতো সিস্টেম অন অ্যা চিপ (এসওসি) আর্কিটাকচার নিয়ে বাজারে আসছে। 

জানা অ্যাপলের নতুন এলইডি ম্যাকবুক প্রো ল্যাপটপে এই দুটো চিপের ব্যবহার করা হবে। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের