শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি নাকি কলকাতা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:১০, ১৩ অক্টোবর ২০২১

Google News
ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি নাকি কলকাতা?

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার (১৩ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আজকের ম্যাচ দুই দলের জন্যই অতি গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচে যে দল বাজিমাত করবে সেই পৌঁছাবে চলতি মৌসুমে ফাইনালে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস ইতিপূর্বে ফাইনালে পৌঁছে গেছে। আজকের খেলায় নির্ভর করবে চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনালে কোন দল খেলতে চলেছে।

সোমবার রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মতো শক্তিশালী দলকে হারিয়ে এলিমিনেটর পর্বে এতদুর এসেছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএল-এর প্রথম পর্বে ভাল খেলতে পারেনি কলকাতা। তবে দ্বিতীয় পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মর্গ্যানের দল। দ্বিতীয় পর্বে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তারা।  কেকেআর ব্যাটসম্যান শুভমন গিল মনে করছেন দিল্লির বিরুদ্ধে এগিয়ে রয়েছেন তাঁরাই। 

রেডিওটুডে নিউজ/এমএইচ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের