শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

কমলো সোনার দাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:০২, ২৬ এপ্রিল ২০২২

Google News
কমলো সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে সব চেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে নতুন এই দাম।

সোমবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য বাজুস। 

বাজুস জানায়, বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দামের সমন্বয় সাপেক্ষে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৭ হাজার ৬৮২ টাকা। যা পূর্বে ছিল ৭৮ হাজার ৮৪৯ টাকা। এছাড়াও ২১ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন সোনার দাম বর্তমানে প্রতি ভরি পড়বে ৫৩ হাজার ৭১ টাকা।

রূপার দামে এবারও কোনো পরিবর্তন আনেনি বাজুস। 

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের