বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

আবারও বাড়ল চিনির দাম, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৯, ২৬ জানুয়ারি ২০২৩

Google News
আবারও বাড়ল চিনির দাম, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর

আবারও বাড়লো চিনির দাম। প্যাকেটজাত পরিশোধিত চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করেছে সরকার। আর খোলা চিনি বিক্রি হবে ১০৭ টাকা কেজিতে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়।

ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং স্থানীয় পরিশোধিনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় দাম বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

দেশের চিনির বাজার এখনও অস্থির। বাজারে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। এমনকি ডিলার পর্যায়েও মিলছে না কাঙ্ক্ষিত চিনি। আবার যা-ও পাওয়া যাচ্ছে, তা-ও সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের