সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ফাঁকা সিলেট নগরী

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ২ জুলাই ২০২১

Google News
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ফাঁকা সিলেট নগরী

ছবি: সংগৃহীত

কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ফাঁকা ছিল সিলেট নগরী।

নগরীর অভ্যন্তরে ও কিংবা দূরপাল্লার কোনো যানবাহন চলাচলনা করলেও নগরীতে কিছু রিকশা ও সিএনজি অটোরিকশা চলাচল করেছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন প্রবেশপথে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৬টি চেকপোস্ট।

এদিকে, সিলেট নগরীতে বিধি নিষেধের প্রথম দিনের তুলনায় মানুষ ও যানবাহন অনেকটা কম চলাচল করছে। বিধি নিষেধ সফল করতে সিলেট নগরীসহ ১৩ উপজেলায় ৩৩ টি মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সিলেট নগরীতে বের হওয়া অনেকেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। অকারণে বাইরে আসায় অনেককেই বাসায় ফিরিয়ে দেয় পুলিশ।

প্রয়োজন ছাড়া বের হওয়ায় অনেককে যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পথে বের মানুষজন মাস্ক না পরায় তাদেরকে সর্তক করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের