শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

দিনাজপুরে করোনা পরীক্ষার অনিয়মে জড়িত ৩ হাসপাতাল স্টাফকে পুলিশে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ১১ জুলাই ২০২১

আপডেট: ০৩:২৬, ১১ জুলাই ২০২১

Google News
দিনাজপুরে করোনা পরীক্ষার অনিয়মে জড়িত ৩ হাসপাতাল স্টাফকে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগে তিনজন স্টাফকে পুলিশের কাছে তুলে দিয়েছে হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ।

আজ শনিবার হাসপাতালের স্বাস্থ্য সেবা  ও করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক পর্য্যালোচনা সভায় অভিযোগ উঠে আসায় খোকন, মামুনর রশিদ  এবং আশরাফুল আলম রয়েলকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

তিনজনের মধ্যে মামুনর রশিদ  এবং আশরাফুল আলম রয়েল ব্লাড ব্যাংকে কর্মরত। পাশাপাশি তারা করোনা পরীক্ষার নমূনা সংগ্রহের দ্বায়িত্ব পালন করতো। এই সুবাদে হাসপাতাল কর্তৃপক্ষককে অবহিত না করেই হাসপাতালের কীট ব্যবহার করে অতিরিক্ত টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে স্যাম্পল কালেমকন করতো। খোকন স্যাম্পল কালেকশন বুথে দ্বায়িত্ব পালনের সুবাদে মোটা অর্থের বিনিময়ে বিদেশগামীদের পজেটিভ রিপোর্টকে বিশেষ কৌশলে নেগেটিভ করে দিত।

সব ধরনের অনিয়ম দুর করতে কঠোর অবস্থান নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনগত ব্যবস্থা গ্রহনের সুবিধার্থে ওই তিনজনকে জিম্মায় নিয়েছে পুলিশ।
 

রেডিওটুডে নিউজ//ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের