সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ১৬ ডিসেম্বর ২০২১

Google News
গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড

ছবি: রেডিও টুডে

গাইবান্ধায় গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সবুজ ফকির। তার বাড়ি সুন্দরগঞ্চের শাহবাজ গ্রামে। 

পাবলিক প্রসিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানায়, গত ২০১৮ সালের ৯ এপ্রিল জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের পথ রোধ করে একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকির। 

এ সময় টাকা লেনদেনের বিষয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে সবুজ ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে গৃহবধূ রুজিনার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্নক আহত অবস্থায় রুজিনাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। দীর্ঘ শুনানী এবং স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের