মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন করলেন বিএনপি নেতা

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

Radio Today News

মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন করলেন বিএনপি নেতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৭, ৮ নভেম্বর ২০২৫

Google News
মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন করলেন বিএনপি নেতা

দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মতো হাত তুলে তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন। মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়। এতে অনেকে আলালের ব্যতিক্রমী এ উদ্যোগকে সুস্থধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন।

জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিল না। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদস্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউয়ের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

আলালের ঘনিষ্ঠজনেরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের যাবতীয় আদেশ-নির্দেশ বাস্তবায়ন করেছেন।

তাছাড়া বহুবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়ন তার প্রাপ্য ছিল। যেখানে অনেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর সড়ক অবরোধ, ভাঙচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জয়নাল হাজারীর সময় সারা দেশের লেবানন হিসেবে পরিচিত ছিল।

এরপর নিজাম হাজারীর সময় নির্বাচনগুলো ‘ফেনী স্টাইল’ নামে সারা দেশে পরিচিত ছিল। আর এখন আমরা একটি পরিবর্তিত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। প্রতিবাদ ভিন্নভাবেও জানাতে পারে ফেনীর মানুষ। যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ তা গ্রহণ করেছে। আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে ফেনী-২ আসনটি রিভিউ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের