
সংগৃহিত ছবি
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স এবং পণ্য বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছে।
মহাসড়কের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় আজ সোমবার (১১) ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হন এম্বুলেন্স যাত্রী আব্দুর রহিম মাদবর (৪৫)। পুলিশ জানিয়েছে, পটুয়াখালি উপজেলার মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে সে।
দুর্ঘটনায় আহতরা হলেন- পটুয়াখালি সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম, নুর আলম সবাই একই পরিবারের সদস্য।
হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, 'আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব না হলেও দুর্ঘটনায় কবলিত অ্যাম্বুলেন্স রয়েছে পুলিশ হেফাজতে।'
রেডিওটুডে নিউজ/এসবি