শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

চাপাইল সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৩ মাসের জেল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০১, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ০৩:১২, ১৪ জানুয়ারি ২০২২

Google News
চাপাইল সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৩ মাসের জেল

গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর  চাপাইল সেতুর নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ড্রেজার মালিক জসিম সিকদার (৩৯) কে আটকের পর এক লাখ টাকা অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় বালু উত্তোলনের ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এ জরিমানা করেন।

এ তথ্য নিশ্চিত করে তিনি জানিয়েছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি মহল সদর উপজেলার মধুমতি নদীর ওপর অবস্থিত চাপাইল সেতুর নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এতে হুমকির মুখে রয়েছে চাপাইল সেতু। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার মেশিনের মালিক জসিম সিকদারকে আটক করা হয়।

এছাড়া বালু উত্তোলনকারীদের ৪টি ড্রেজার মেশিনও এসময় জব্দ করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের