শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

মরক্কোর সাথে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২২, ২৫ আগস্ট ২০২১

Google News
মরক্কোর সাথে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

ছবি ইন্টারনেট

জিম্মিদশার জের ধরে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা রাবাতকে 'প্রতিকূল কর্মকাণ্ডের' অভিযোগ করেছেন কারণ আলজিয়ার্স তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে।

মরক্কো এবং আলজেরিয়া কয়েক দশক ধরে সম্পর্কের টানাপোড়েন করেছে, মূলত পশ্চিম সাহারা ইস্যুতে। আলজেরিয়া আজ থেকে মরক্কো রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে, ”লামামরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন।

তিনি বলেন, মরক্কোর রাজ্য কখনোই আলজেরিয়ার বিরুদ্ধে তার বৈরী আচরণ বন্ধ করেনি। লামামরা বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা মঙ্গলবার থেকে কার্যকর হলেও প্রতিটি দেশের কনস্যুলেট খোলা থাকবে।

তবে এ বিষয়ে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে রাজা ষষ্ঠ মোহাম্মদ আলজেরিয়ার সাথে সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন। আলজাজিরা

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের