সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফেসবুক বিভ্রাট: ৬ বিলিয়ন ডলার হারালেন জুকারবার্গ, শেয়ারের দরপতন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩, ৫ অক্টোবর ২০২১

আপডেট: ২০:১৮, ৫ অক্টোবর ২০২১

Google News
ফেসবুক বিভ্রাট: ৬ বিলিয়ন ডলার হারালেন জুকারবার্গ, শেয়ারের দরপতন

মার্ক জুকারবার্গ

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের সার্ভার জটিলতা নিয়ে বেশ চাপের মধ্যেই আছেন কর্ণধার মার্ক জুকারবার্গ। আর গত কয়েক ঘণ্টার মধ্যে এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের সম্পদ ৬ বিলিয়ন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে। ফেসবুকের শেয়ারেরও দর কমেছে ৫ শতাংশ।

প্রযুক্তি ভিত্তিক মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটি বলছে, মার্ক জুকারবার্গের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা তাঁকে বিল গেটসের পেছনে ফেলে বিশ্বের ধনীদের তালিকার পঞ্চম স্থানে নিয়ে গেছে। ফোর্বস ম্যাগাজিনের মতে জুকারবার্গ খুইয়েছেন ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। 

জুকারবার্গ এর আগে ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স সূচকে ৩ নম্বরে ছিলেন। কিন্তু সাম্প্রতি তিনি পিছিয়ে গেছেন, বিশেষত সোমবার ফেসবুক, ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপের সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে। এদিনই ফেসবুকের শেয়ারের দর কমেছে ৫ শতাংশ।

তবে ব্লুমবার্গ জানিয়েছে, শেয়ার দরপতনের এই ধারা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হয়। এই সময়ের মধ্যে ফেসবুকের শেয়ারের দর কমেছে ১৫ শতাংশ। আর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে এই পর্যন্ত জনাব জুকারবার্গ হারিয়েছেন ১৯ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: ব্লুমবার্গ

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের