বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২৩ মে ২০২৩

Google News
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বি ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ শিক্ষার্থী।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।

উপাচার্য জানান, এবার গুচ্ছের ‘বি’ ইউনিটে মোট আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৬৪১ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ। গুচ্ছে সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিসরাত জাহান। সিসরাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

তিনি বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকেন তাহলে তিনি পুনঃনিরক্ষণ করার সুযোগ পাবেন। তবে পুনঃনিরক্ষণের ফি নির্ধারণ করা হয়নি এখনও। 

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের