বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথম বারের মতো আউন্স প্রতি ৪ হাজার ৪০০ ডলার হয়েছে, যা এর দামের ক্ষেত্রে নতুন রেকর্ড।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আগামী বছরে আরও কমাতে পারে-এমন ধারণা থেকে এই ধাতুটির দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ছিলো আউন্স প্রতি ২ হাজার ৬০০ ডলার। কিন্তু ভূ রাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক নীতি, সুদের হার কমানোর সম্ভাবনার কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ এবং এ ধরনের পণ্যের চাহিদা বেড়েছে।
স্বর্ণের মতোই রূপা ও প্লাটিনামের মতো দামও বাড়ছে। সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম উঠে যায় ৪ হাজার ৪২০ ডলারে।
চলতি বছরে স্বর্ণের দাম বিশ্ববাজারে বেড়েছে ৬৮ শতাংশ। এটি ১৯৭৯ সালের পর স্বর্ণের দামের সবচেয়ে বড় উল্লম্ফন।
মার্কিন ডলারের কিছুটা দুর্বল হওয়াটাও স্বর্ণের দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা বলছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

