গণমাধ্যম কর্মীদের মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। সম্প্রতি ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন -আইজিসিএফ আয়োজিত সাংবাদিকতার ওপর দুইদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় আলোচকেরা এ কথা বলেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও অ্যাক্টিভিজম সম্পূর্ণ আলাদা। সাংবাদিকতা হলো সম্পাদিত তথ্যের নির্মোহ প্রকাশ। আর অ্যাক্টিভিজম হলো নিজের মতাদর্শ দিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করা। তারা জানান, সমাজের অবহেলিত মানুষের না বলা কথা তুলে আনা সাংবাদিকদের অন্যতম কাজ। বর্তমানে সাংবাদিকরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চায় না উল্লেখ করে বক্তারা বলেন, যদিও সাংবাদিকতার প্রধান লক্ষ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করা।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইজিসিএফ তার ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করে। উদ্ভাবনী ও গবেষনাধর্মী কাজের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে চলতি বছর আইজিসিএফ যাত্রা শুরু করে।
আইজিসিএফ এর নির্বাহী পরিচালক শামা ওবায়েদের স্বাগত বক্তব্যের পর কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশের চীফ অব কমিউনিকেশনস মিগুয়েল ম্যাথুয়েস মুনুজ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুল করিম ভুঁইয়া ও সাংবাদিক শাহেদ আলম।
উদ্বোধনী বক্তব্যে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ডিস-ইনফরমেশন ও মিস-ইনফরমেশন মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবেলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশুর স্বাস্থ্য ও শিক্ষায় গণমাধ্যম শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাগত বক্তব্যে আইজিসিএফের নির্বাহী পরিচালক শামা ওবায়েদ বলেন, অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকতায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। সাংবাদিকতায় নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দলীয় আদর্শ নয়, দল ও মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় সচেষ্ট থাকতে হবে।
দুইদিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঢাকায় নিযুক্ত নরওয়ের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ানে রাবে নাবেলশ্রুড।
আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমানের সভাপতিত্বে সনদ-প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা আনিস মাহফুদ ও আইজিসিএফ সদস্য ইমামুল হক শামীম। এসময় আইজিসিএফ সদস্য ইব্রাহিম সুফি, মুশফিক হাসান মুনিম ও জাওয়াদ আনোয়ার উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এম্বাসেডর তৈরির মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে আরও বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল আইডিয়া নিয়ে এগিয়ে এলে আইজিসিএফ তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকবে বলেও জানান আইজিসিএফ চেয়ারম্যান।
দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, একাত্তর টিভির বার্তা প্রধান সফিক আহমেদ, নিউজ২৪ এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলা আউটলুকের নির্বাহী সম্পাদক মোক্তাদির রশিদ রোমিও, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোরতাজা, অনলাইন নিউজ-পোর্টাল দি ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দিন শিশির ও বিএটি বাংলাদেশের এক্সটারনাল কমিউনিকেশন ও কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ।
রেডিওটুডে নিউজ/আনাম

